ঘরোয়া ক্রিকেট থেকে বিদায়ের পরই পেয়েছিলেন নির্বাচকের দায়িত্ব। এবার কোচ হচ্ছেন আব্দুর রাজ্জাক। হাই পারফরম্যান্স ইউনিটের স্পিন পরামর্শক হিসেবে অল্প সময়ের জন্য কাজ করবেন সাবেক এই তারকা। আগামী ১৪ মে থেকে শুরু হবে এইচপির ক্যাম্প।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে খবরটি নিশ্চিত করে রাজ্জাক বলেছেন, ‘হ্যাঁ, আমি এইচপির ক্যাম্পে যোগ দিচ্ছি যদি সবকিছু পরিকল্পনা মতো চলে। এটা এমন না যে এই মুহূর্তে আমি নিজের নজর কোচিংয়ের দিকে সরিয়ে নিচ্ছি।’
‘কিন্তু আমি যেটা অনুভব করেছি, অনেক অভিজ্ঞতা আছে যেটা তরুণদের সঙ্গে ভাগাভাগি করতে পারি। আর যদি সেটা তাদেরকে লাভবান করে তাহলে আমার জন্য তৃপ্তির হবে। আমার মনে হয় এটা রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হবে নিজের জন্যও।’
প্রস্তাবটা অবশ্য এসেছে বিসিবির কাছ থেকেই। কোনো বিদেশিকে না পাওয়ায় তারা রাজ্জাককে প্রস্তাব দেয় বলে জানিয়েছেন এইচপির প্রধান নাইমুর রহমান দুর্জয়। রাজ্জাকের অভিজ্ঞতা তরুণদের কাজে লাগবে বলেও বিশ্বাস তার।
ক্রিকবাজকে তিনি বলেছেন, ‘আমরা এখনও কোনো স্পিন কোচ বা পরামর্শক পাইনি হাই পারফরম্যান্স ইউনিটের জন্য। তাই আমরা রাজ্জাককে দায়িত্ব নিতে বলি। সবাই জানি তরুণদের সঙ্গে সে তার অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারে।’
‘আমি নিশ্চিত সে যদি সময় করে উঠতে পারে তাহলে দারুণ কাজ করতে পারবে। তার দিকনির্দেশনা ছেলেদের তাদের স্কিলে উন্নতিতে সাহায্য করবে।’
রাজ্জাকের সঙ্গে এইচপির কোচিংয়ে ব্যাটিং পরামর্শক হিসেবে দেখা যেতে পারে জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সকে। এছাড়া হেড কোচ টবি রেডফোর্ড ঢাকায় আসবেন ১ জুন। পেস বোলারদের পরামর্শক হয়ে আসবেন লঙ্কান চাম্পাকা রামানায়েকে।