‘আমরা যা করছি, সবই ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে’

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ইতিহাস গড়েছে বাংলাদশের মেয়েরা। বিশ্বের অন্যতম শক্তিশালী দল ভারতের বিপক্ষে এর আগে ওয়ানডে ফরম্যাটে পাঁচ বারের দেখায় জয় ছিল না একটিও। আজ তাদের বিপক্ষে ওয়ানডে ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সেই ইতিহাসের কথাই বললেন অধিনায়ক জ্যোতি। এই ইতিহাস আরো বড় করে লেখার আশাবাদও ব্যক্ত করেছেন তিনি। জ্যোতি বলেন, ‘আমরা যখনই যা করছি, সব ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে। লম্বা সময় পরে ভারতের বিপক্ষে জয়। এছাড়া মিরপুরের মাঠে জয়। আমি বলবো অবশ্যই ইতিহাসের অংশ। ইতিহাসের লেখাগুলো যেন আরেকটু বাড়াতে পারি সেটাই আমাদের চেষ্টায় থাকবে।’

রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে ১৫২ রানের বেশি সংগ্রহ করতে পারেনি টাইগ্রেসরা। এমন পরিস্থিতিতে ভারতকে আটকাতে ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুমে কি কথা হয়েছে সেই বিষয় নিয়ে টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি দলের ভেতর ইতিবাচক পরিবেশ তৈরি করতে। নির্দিষ্ট দিনে প্লেয়ারের বাজে সময় যেতে পারে তার মানে এই না যে তার সামর্থ্য নেই। আমি চেষ্টা করি সবসময় সবাইকে ব্যাক করার জন্য। আমি ড্রেসিংরুমে একটা কথাই বলেছি যে আমরা আমাদের প্রাইড ও সম্মানের জন্য ক্রিকেট খেলবো।’

‘সবাইকে এটাই মনে করিয়ে দিয়েছি আমরা কতটুকু সক্ষম। যা করতে পারি সেটা যদি করে দেখাতে পারি। সিরিজ হারের পর আমার একটা কথাই ছিল ওডিআইতে বেটার ক্রিকেট খেলতে হলে আগামী ম্যাচে জয় দরকার। মেয়েরা অনেক ইতিবাচক ছিল, কোচিং স্টাফ থেকেও পজেটিভ ওয়েতে চিয়ার আপ করা হয়েছে। সবার ভেতর বিশ্বাস ছিল।’-যোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ