কদিন আগেই বাংলাদেশে এসে ঘুরে গেছেন বলিউডের আইটেম গার্ল সানি লিওন। ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সে অনুষ্ঠানে নেচে উপস্থিত অতিথিদেরও মাতিয়ে রাখেন। সাবেক এই পর্নস্টারকে এবার পাওয়া গেলো অপার সৌন্দর্যে ঘেরা বাংলাদেশের জনপ্রিয় দ্বীপ সেন্ট মার্টিনে! তবে স্বশরীরে নয় সানি সেখানে হাজির হয়েছেন একটি রেস্টুরেন্টের নাম হয়ে।
দেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত ৮ বর্গকিলোমিটারের এই প্রবাল দ্বীপে সানি লিওনের নামে রয়েছে একটি রিসোর্ট। যেটির নাম ‘সানি কোরাল বিচ রিসোর্ট এবং সানি লিওন বিচ ক্যাফে’।
সেন্ট মার্টিন গেলে চোখে পড়বে বলিউড তারকার নামের এই রিসোর্ট। আলীশান মানের বা আহামরি বিলাসবহুল না হলেও নামের কারণে রিসোর্টটি কৌতূহল জাগাচ্ছে সবার মনে।
জানা যায়, পর্যটকদের বাড়তি মনোযোগ আকর্ষণ করতেই এই নামে রিসোর্টটির নামকরণ করা হয়েছে।
টেকনাফ থেকে জাহাজে করে ৯ কিলোমিটারের জলপথ পাড়ি দিয়ে সেন্টমার্টিন বাজারে পৌছানের পর অটোরিকশা কিংবা ভ্যান করে জলপরি রোড ধরে কিছু দূর আগালেই চোখে পড়বে এই ‘সানি লিওন বিচ ক্যাফে রিসোর্ট’। যা দর্শনার্থীদের মনে নানা কৌতূহলের জন্ম দিচ্ছে।