সরকারি কর্মকর্তা সেজে ৫০০ টনের লোহার সেতু তুলে নিয়ে গেল চোরের দল

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ৬০ ফুট দীর্ঘ একটি লোহার সেতু চুরির ঘটনা ঘটেছে। একদল চোর দু’দিন ধরে ৫০০ টন ওজনের লোহার এই সেতু ভেঙে নিয়ে পালিয়েছে। সেখানকার স্থানীয় সেচ কর্মকর্তা সেজে সেতুটি চুরি করে নিয়ে গেছে চোর চক্রটি। পরে জানা যায়, তারা আসলে সেচ কর্মকর্তা ছিলেন না।

শনিবার বিহার পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের অন্যতম দারিদ্রপীড়িত অঞ্চল বিহারে লোহার সেতু চুরির এই ঘটনা প্রকাশ্যে এসেছে বুধবার।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সুভাষ কুমার বলেছেন, সরকারি সেচ কর্মকর্তা সেজে এসেছিল চোরের দলটি। তারা বুলডোজার এবং গ্যাস কাটার নিয়ে আসে এবং দু’দিন ধরে সেতুটি ভাঙার পর সব লোহা নিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, চোরের দলটি ভারী যানবাহনে করে সেতুর লোহা নিয়ে গেছে। প্রায় ৫০ বছরের পুরনো ওই সেতুটি একটি খালের ওপর তৈরি করা হয়েছিল। সেটি পুরোনো হয়ে যাওয়ায় পাঁচ বছর আগে সেতুটির পাশে আরেকটি নতুন সেতু উন্মুক্ত করে দেওয়া হয়।

পুলিশ অদ্ভূত এই চুরির ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ