রংপুরে বাস-পিকআপের সংঘর্ষে আহত ৮

রংপুর নগরীতে বাস-পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বাস ও পিকআপচালকের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

রোববার (১২ জুন) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর নব্দীগঞ্জ এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের মাহিগঞ্জ থানার উপপরিদর্শক খালিদ হাসান জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণা পরিবহন বাসটি রংপুরের দিকে যাচ্ছিল। ওই বাসে চক্ষু হাসপাতালের কিছু রোগী ছিল। বাসটি নব্দীগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপের সংর্ঘষ হয়। এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমরে-মুচড়ে যায়। এ ঘটনায় উভয় গাড়ির চালকসহ বাসে থাকা অন্তত ৮ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। এদের মধ্যে বাস ও পিকআপ চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এসআই খালিদ হাসান বলেন, পিকআপের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপটি উদ্ধার করে থানা হেফজতে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ