পুষ্পার গানের তালে কোমর দোলালেন কৌশানী-শ্রাবন্তী-নুসরাত

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল গত ১৭ মে। এ দিন ৩০ বছর পূর্ণ করলেন নায়িকা। আর প্রেমিকার জন্মদিনে পার্টির আয়োজন করেছিলেন বনি সেনগুপ্ত। স্টার স্টাডেড এ পার্টিতে হাজির ছিলেন টলিপাড়ার অনেকেই।

কেক, পানীয়, বাজি পোড়ানো, বাড়ির ছাদ সাজানোর পাশাপাশি বিশেষ পার্টি থ্রো করেছিলেন বনি। সেখানে হাজির ছিলেন একাধিক টলি জুটিরাও। যশ দাশগুপ্ত-নুসরাত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়-অভিরূপ নাগ, নীল রায়-ফালাক রশিদ রায় ছাড়াও উপস্থিত ছিলেন সোহম চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-তৃষাণজিৎ চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।

ওই পার্টিতে ফের পুষ্পা ট্রেন্ডে গা ভাসাতে দেখা গেল তিন টলি নায়িকাকে। বার্থডে গার্ল কৌশানীর আবদারে শ্রাবন্তী, নুসরাতও জমিয়ে নাচলেন সামি সামি গানে। নুসরাতের একটি ফ্যান ক্লাব সেই ভিডিওটি শেয়ার করা মাত্রই, তা ভাইরাল হয়েছে।

কৌশানীর এবারের জন্মদিনে জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন টলিউড জুটি। নিজেদের প্রযোজনা সংস্থার নাম ঘোষণা করেছেন তারা। এবার অভিনয়ের পাশাপাশি প্রযোজকের জুতোয় পা গলালেন বনি-কৌশানি। তাদের প্রযোজনায় আগামী জুলাই থেকেই নতুন ছবির কাজ শুরু হওয়ার কথা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ