ঢাকাই ছবির নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি আসছে ঈদেও দর্শক মাতাতে আসছেন। তবে এবার কোনো সিনেমায় নয়, একটি গানচিত্রে দেখা মিলবে তার। ‘আউলা ঝাউলা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘বাংলার গায়েন’ খ্যাত শিল্পী লাবনী।
গানটির কথা লিখেছেন মিজানুর রহমান। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। ভিডিওটি নির্মাণ করেছেন উজ্জল রহমান। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান। আরটিভির স্টুডিওতে জমকালো আয়োজনে নির্মাণ হয় ভিডিওটি।
এ প্রসঙ্গে দিঘী বলেন, ‘কাজটি খুব ব্যতিক্রম হয়েছে। গানের তালে তালে এর সঙ্গে আমি নেচেছি। সঙ্গে ছিলেন আরও বেশ কিছু সহশিল্পী। মনে হচ্ছিল মিউজিক ভিডিও নয় সিনেমার গানের শুটিং করছি। ভিডিওটি নিয়ে আমি খুব আশাবাদী। দর্শক-শ্রোতারা পছন্দ করবেন বলেই বিশ্বাস।’
মিউজিক ভিডিওটি ঈদে আরটিভির বিশেষ অনুষ্ঠানে এবং ইউটিউবে আরটিভি মিউজিক চ্যানেলে উন্মুক্ত করা হবে।
প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছিলেন দীঘি। গত বছর তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এরইমধ্যে ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায় দেখা গেছে তাকে। কাজ করেছেন জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তেও।