দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড টাইগার শিবিরে যোগ দিয়েই পেসার তাসকিন আহমেদকে রান আটকানোর কৌশল শিখিয়েছেন। দক্ষিণ আফ্রিকার উইকেট সাধারণত ব্যাটসম্যানদের জন্য সহায়ক। প্রচুর রান হয়। তবে এসব ভেবে এখনই নিজের ওপর চাপ বাড়াতে চান না তাসকিন। বোলারদের জন্য চ্যালেঞ্জ থাকলেও সেটি জয় করে নিজের আত্মবিশ্বাস বাড়াতে চান এই ডানহাতি পেসার।
তাসকিন বলেন, ‘বোলারদের জন্য তো একটু চ্যালেঞ্জ হবেই। আবার মজাও আছে। দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করা গেলে বিশাল আত্মবিশ্বাস পাওয়া যাবে। রান হবে ধরে নিলেই হবে না। এখানেও তো অনেক বোলার ভালো করেছে, ম্যাচ জিতিয়েছে, ৫ উইকেট পেয়েছে। রান হবে। কিন্তু শুরুতেই এটা ভেবে নিলে বোলারদের জন্য চাপ সৃষ্টি হবে। আমরা চাইব এখান থেকেও ভালো করে যেন একটা জয় আনতে পারি, নিজেদের সেরাটা দিতে পারি।’
সঙ্গে যোগ করেন তাসকিন, ‘নতুন বলে একটু মুভমেন্ট থাকে। ব্যাটার যারা ব্যাট করেছেন, সেট হওয়ার পর একটু সহজ হয়েছে, ব্যাটে সুন্দর আসে। বল যত পুরনো হয়, সিমের ধার কমে, ব্যাটে তত সুন্দর আসতে থাকে।’
বল হাতে নিজে অবশ্য খুব ভালো ছন্দে নেই তাসকিন। সবশেষ ১০ ইনিংসে বল হাতে নিয়েছেন মোটে ১২ উইকেট। তবুও দক্ষিণ আফ্রিকায় ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে কোনো ভাবনা নেই তার। নিজের জন্য কোনো লক্ষ্য ঠিক করেননি। যেকোন মূল্যে জেতাতে চান দলকে। তাতেই বরং স্বস্তি তাসকিনের।
তাসকিন বলছিলেন, ‘নির্দিষ্ট কিছু না। জয়ের পেছনে যেন আমার ভূমিকা থাকে। শুধু পাঁচটা কেন? বেশিও হতে পারে, কমও হতে পারে। কিন্তু চাই যাতে দলে আমার অবদান থাকে। আমরা অবশ্যই অনেক আশাবাদী, ভালো কিছু হবে।’