তিন ক্রিকেটার ফিরলেন দেশে, মুস্তাফিজ আইপিএলে

দক্ষিণ আফ্রিকায় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে গতকাল (বৃহস্পতিবার) দেশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ঐতিহাসিক সিরিজ জয়ের পর টেস্ট সিরিজের স্কোয়াডে থাকলেও পারিবারিক কারণে ফিরে এসেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা থেকে আজ (শুক্রবার) দেশে ফিরেছেন আরো ৩ ক্রিকেটার।

তারা হলেন; আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ আর নাসুম আহমেদ। এই তিন ক্রিকেটার ঢাকায় এসে পৌঁছান শুক্রবার সকাল সাড়ে ৯টায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মূলত টেস্ট দলে না থাকায় ফিরে এসেছেন ওয়ানডে দলের এই তিন ক্রিকেটার। এবার কয়েকদিন বিশ্রামের পর চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজ নিজ দলে যোগ দেবেন তারা।

এদিকে দক্ষিণ আফ্রিকা ছেড়েছেন পেসার মুস্তাফিজুর রহমানও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে বৃহস্পতিবার সেখান থেকে সরাসরি ভারতে উড়ে গেছে তিনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ