৪৬ বছরের চেষ্টায় অস্ট্রেলিয়াকে হারাল ভারত

সপ্তাহখানেক আগেই ইংল্যান্ড নারী দলকে হারিয়ে মুম্বাই টেস্ট জিতেছিল ভারত নারী দল। একই শহরের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আবারও টেস্ট জিতেছে ভারতের মেয়েরা। এবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে এটাই ভারত নারী দলের প্রথম টেস্ট জয়। ৪৬ বছর আর ১১ বারের চেষ্টায় এই আরাধ্য জয়ের দেখা পেয়েছে হারমানপ্রীত করের দল।

জয়ের মঞ্চ ভারতের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। আজ সকালে সেটা সহজেই সেরেছেন স্মৃতি মান্দানা-রিকা ঘোষরা। ওয়াংখেড়েতে ৮ উইকেটের জয়ে ইতিহাস গড়েছে ভারতের মেয়েরা।

টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৭৭ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২১৯ রান তোলেছিল অজি মেয়েরা।

নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে ভারত। ১২৬ ওভার ৩ বলে ৪০৬ রানে থাকে ভারতের মেয়েরা। যেখানে ফিফটি পেয়েছেন স্মৃতি মান্দানা, হারমানপ্রীত কর, রিকা ঘোষ ও জ্যামিমা রদ্রিগেজ। চার ফিফটিতে প্রথম ইনিংসে ১৮৭ রানের লিড পায় স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া। তবে মিডল অর্ডার এবারও ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত ২৬১ রানের বেশি করতে পারেনি তারা। ফলে ভারতের জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৭৫ রানে। সেটা তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ