৩০০ অধিক হাজার সুবিধা বঞ্চিত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ প্রদান, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সরবরাহ করেছে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন ঢাকাস্থ আলেখারকান্দা কল্যাণ সমিতি।
শনিবার (১ জুলাই) ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসা সেবা পেয়ে সন্তষ্টি প্রকাশ করেছেন রোগীরা।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ লুতফর রহমান চোপদার ও সাধারণ সম্পাদক মোঃ এস্কেনদার খলিফা।
আলেখারকান্দা গ্রামের ভেন্নাতুলি বাজারে‘‘ফ্রি মেডিকেল ক্যাম্প’’ এর মাধ্যমে অসহায় রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং ৫০ জনের অধিক ব্যক্তিকে দারিদ্র্য বিমোচন অনুদান, চিকিৎসা অনুদান ও শিক্ষা অনুদান দেওয়া হয়।