চলতি সপ্তাহে সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। পদ ও প্রতিষ্ঠান অনুসারে নিয়োগ প্রক্রিয়া ভিন্ন। কোন কোন প্রতিষ্ঠান নিয়োগ দেবে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে। আবার কোন কোন প্রতিষ্ঠান নিয়োগ দেয় শুধু মাত্র মৌখিক পরীক্ষার ভিত্তিতে। ভিন্নতা থাকে আবেদন প্রক্রিয়াতেও। কোথাও করতে হয় অনলাইনে, কোথায় ডাকযোগে বা সরাসরি।
এক্ষেত্রে কিছুটা ভুল হলে চাকরি তো হয়ই না। উল্টো জলে যায় আবেদন ফি। সে জন্যই সাপ্তাহিক আয়োজন ‘এক নজরে সপ্তাহের সেরা চাকরি’-
৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, শূন্যপদ ২৩০৯
৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ২৩০৯ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ঘরে বসে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, দৈনিক পাবেন ১৩৫০০
বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিডেট সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ঢাকায় কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
সরাসরি সাক্ষাতে মেঘনা গ্রুপে বড় নিয়োগ
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বড় প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, সপ্তাহে দুইদিন ছুটি
দেশের জন্যতম বড় ফুড অ্যান্ড বেভারিজ ভিত্তিক প্রতিষ্ঠান ‘আকিজ ফুড অ্যান্ড বেভারিজ লিমিটেড’ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, আগ্রহীরা দ্রুত আবেদন করুন
ট্রাস্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।