সাকিব আল হাসানের পর এবার আরও এক তারকা ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতের টি-টেনে।চলতি বছরের টি-টেন লিগের মাঠ মাতানোর জন্য এবার নাম লিখিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আসন্ন আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন এই ওপেনার।
এক টুইটে এ খবর নিশ্চিত করেছে টি-টেন লিগের কর্তৃপক্ষ। ড্রাফটে দল পেলেই মাঠে দেখা যাবে দেশ সেরা এই ওপেনারকে।
তামিমের পাশাপাশি ক্রিকেটের ছোট এই ফরম্যাটে নাম লিখিয়েছেন জেসন রয়, ডেভিড মালানের মত তারকা ক্রিকেটার। এছাড়া নাম রয়েছে রেজা হেনরিক্স কিংবা জেমস ভিন্সের মত ক্রিকেটারদের।
টি-টেন কতৃপক্ষ এক টুইটে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কারা হার্ড হিটিংয়ের জন্য তৈরী? জেসন রয়, ডেভি্ড মালান, নাজিবুল্লাহ জাদরান, রেজা হেনড্রিক্স, তামিম ইকবাল এবং জেমস ভিন্স টি-টেনের ষষ্ঠ আসরের ড্রাফটে থাকছেন এবং খেলতে উন্মুক্ত আছেন।’
এদিকে জাতীয় দলের খেলা না থাকায় তামিম নিজের ফিটনেসের উন্নতির কথা চিন্তা করে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে ফিটনেস অনুশীলন চালিয়ে যাচ্ছেন। এক ছবিতে তামিমের সঙ্গে স্পিনার তাইজুল ইসলামকেও সেখানে দেখা গিয়েছে। কবে নাগাদ দেশে ফিরবেন সেটা এখনো নিশ্চিত করে জানা যায়নি।