সাংবাদিকদের মারধরের অভিযোগ মার্কেটের কর্মচারীদের বিরুদ্ধে

সঠিক তথ্য প্রকাশ না করার অভিযোগে বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীকে পিটিয়েছে নিউমার্কেটসহ আশপাশের বিভিন্ন মার্কেটের কর্মচারীরা। ব্যবসায়ীরা দাবি করেন সংঘর্ষের খবর সংগ্রহ করতে আসা গণমাধ্যমকর্মীরা সংঘর্ষ নিয়ে সত্য তথ্য প্রকাশ করছেন না।

বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমের অন্তত তিনজন সাংবাদিক ও ক্যামেরাপারসন মারধরের শিকার হয়েছেন। তাদের মধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি ও এসএ টিভির দুই সাংবাদিক রয়েছেন। সময় টিভির ওই সাংবাদিককে নিউমার্কেট থেকে নীলক্ষেত মোড়ে এনে পেটাতে শুরু করেন দোকানকর্মীরা৷ হামলায় এসএ টিভির ক্যামেরাপারসনের মাথা ফেটে গেছে৷

হামলার শিকার অপরজন ফটোসাংবাদিক৷ তাকে নীলক্ষেত মোড় থেকে ধাওয়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে নিয়ে যান দোকানকর্মীরা৷

সোমবার দিবাগত রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে৷ রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সংঘর্ষ চলে। এরপর আজ সকালে ব্যবসায়ীদের সঙ্গে আবারও সংঘর্ষ হয়৷ সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ