রেকর্ডের দিনে বিসিবিকে ‘খোঁচা’ দিলেন মুশফিকের স্ত্রী

দিনটা মুশফিকুর রহিমের জন্য দারুণ কাটছে। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ছুঁয়েছেন ৫০০০ টেস্ট রানের মাইলফলক। এরপর কাটিয়েছেন দুই বছর আর ১৮ ইনিংসের সেঞ্চুরি খরা। খুশির এই দুই উপলক্ষ উদযাপনে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মুশফিকের স্ত্রী জান্নাতুল মন্ডি। সেখানে তিনি মুশফিকের বিদায়ের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি মুশফিককে নিয়ে বিসিবি সভাপতির মন্তব্যকে কটাক্ষ করেছেন।

মুশফিকের সেঞ্চুরি উদযাপনের কিছু পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন মুশফিকের স্ত্রী। সেঞ্চুরির উদযাপন আর ৫০০০ রানের মাইলফলক ছোঁয়ার ছবি দুটোর ক্যাপশনে মন্ডি লেখেন, ‘আমরা হাসিমুখেই বিদায় নেবো ইনশাআল্লাহ।’

লেখেন, ‘তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো!’

গত ৮ মে এক সংবাদ সম্মেলনে সিনিয়রদের ভবিষ্যৎ চিন্তা নিয়ে মন্তব্য করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে তিনি বলেন, ‘রিয়াদ টেস্ট থেকে সরে এসেছে। তামিম টি-টোয়েন্টি খেলছে না। মুশফিক এখনও খেলছে, আমি নিশ্চিত ওর সিদ্ধান্তও জানা যাবে। ও নিশ্চয়ই চিন্তাভাবনা করছে। আমরা চাই না আমাদের খেলোয়াড়রা মন খারাপ করুক। তারা হাসিমুখে খেলুক। নিজেরা সিদ্ধান্ত নিক। যত তাড়াতাড়ি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে তত ভালো। যদি সিদ্ধান্ত না নেয় তো একটা সময় আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।’

বোর্ড সভাপতির সেই কথার জবাবে খোঁচা দিয়ে মুশফিকের স্ত্রী আজকের পোস্ট দিয়েছেন বলে মনে করা হচ্ছে। পোস্টটির মন্তব্য বিভাগ অবশ্য বন্ধ রেখেছেন তিনি। সে কারণে জনপ্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। তবে ইনস্টাগ্রামের সেই পোস্ট অল্পকিছুক্ষণেই হাজারেরও বেশি প্রতিক্রিয়া পেয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ