পেটের ব্যথায় ভুগছেন তামিম

দীর্ঘদিন পর টেস্ট স্কোয়াডে ফিরেছেন তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকায় বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের আগে অধিনায়ক মুমিনুল হক জানালেন, মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ইনিংস শুরু করবেন তামিম। তবে টসের সময় জানা গেল একাদশে তামিম নেই। মূলত ম্যাচের আগে সকালে হঠাৎ পেটে ব্যথা শুরু হয়েছে এই বাঁহাতি ওপেনারের। এজন্য বৃহস্পতিবার শুরু সিরিজের প্রথম টেস্টে খেলতে পারছেন না তিনি।

দক্ষিণ আফ্রিকা থেকে এক ভিডিও বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, ‘তামিম আজকে সকালে ঘুম থেকে উঠার পর থেকে প্রচণ্ড পেট ব্যথায় ভুগছে। পেট ব্যথার জন্য আমরা ইতোমধ্যে ওকে ওষধ দিয়েছি। আমাদের ডাক্তাররা ওর সাথে হোটেলেই আছি। তামিমকে আমরা আর মাঠে নিয়ে আসিনি যেহেতু ওর অনেক পেটে ব্যথা হচ্ছে, টয়লেটিং হচ্ছে। ইতোমধ্যে ঔষধ দেয়া হয়েছে, আশা করি কিছুক্ষণের মধ্যে কমে আসবে। দেখা যাক কী হয়, এখন এভেইলেবল না।’

তামিমের সঙ্গে ডারবান টেস্ট খেলা হচ্ছে না তরুণ পেসার শরিফুল ইসলামের। পিঠের ব্যথায় তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল আগেই। সেই শঙ্কায় সত্যি হলো। অনুশীলনের পর দুর্বহ হয়ে পড়ছেন শরিফুল। এজন্য প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।

বায়জেদুলের ব্যাখ্যা, ‘শরিফুলের ক্ষেত্রে যেটা হয়েছে ওর কিছু নিগেলস আছে। খুবই ছোট ছোট নিগেলস। অনুশীলনের পর কিছুটা দুর্বলতা অনুভব করছে। এজন্য আমরা তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছি না। যাতে আরো ভালো শেপে আসতে পারে, এজন্য ওকে বিশ্রাম দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ