পরিবারসহ দেশে ফিরেছেন সাকিব

গত সপ্তাহে হঠাৎ করেই বাংলাদেশ ছেড়েছিলেন সাকিব আল হাসান। জানা গিয়েছিল কানাডা গিয়েছিলেন তারকা এই অলরাউন্ডার।আজ সেখান থেকে সাকিব ফিরেছেন বাংলাদেশে। মঙ্গলবার সামাজিকযোগাযোগ মাধ্যমে দেশে ফেরার খবর নিশ্চিত করেছেন এই অলরাউন্ডার।

জানা গেছে, নিজ শহর মাগুরাতে স্ত্রী-সন্তানদের নিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপন করবেন সাকিব। এর আগে গেল ঈদেও সাকিব ছিলেন মাগুরাতে। সেবার পরিবারকে নিয়ে ঈদ উদযাপনে বেশ উৎফুল্ল ছিলেন এই অলরাউন্ডার। ঈদের দিন ব্যাট হাতে পাড়ার ক্রিকেটে খেলতে দেখা যায় তাকে।

ঈদ উদযাপনের জন্য অবশ্য লম্বা ছুটি পাচ্ছেন না সাকিব। কেননা ঈদ পালন শেষে ১ জুলাই থেকেই বাংলাদেশ দলের অনুশীলন শুরু হচ্ছে। দলের সাথে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে যোগ দেবেন সাকিব। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৫ জুলাই।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ