রাজধানীর তেজগাঁওয়ে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রবিবার রাত সোয়া ৮টার দিকে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তালহা বিন জসিম বলেন, আজ রাত ৮টা ২০ মিনিটের দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর আসে। পরে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।