নারায়ণগঞ্জে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য বলে ভুয়া পরিচয়ে ডাকাতির সময় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। এসময় তাদের কাছ থেকে একটি গাড়ির নম্বর প্লেট, ২টি ডিবি পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম।
এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিমপাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- খলিলুর রহমান মৃধা, জামাল আকন, আবু সালে হাওলাদার, বিল্লাল, আবু হানিফ ও ইউসুফ।
অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে পিস্তল সাদৃশ্য খেলনা পিস্তলসহ ডিবি পুলিশের ব্যবহৃত জ্যাকেট, ওয়াকিটকিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় মামলা রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।