জর্ডানে ভবন ধসে নিহত ১৪

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের রাজধানী আম্মানে একটি চারতলা ভবন ধসে ১৪ জন নিহত হয়েছেন। শনিবার উদ্ধার অভিযান শেষে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক মুখাপাত্র।

বৃহস্পতিবার আম্মানের জাবাল-আল ওয়েইব্দে এলাকায় ওই চারতলা ভবনটি ধসে পড়ে। এই এলাকাটি আম্মানের সবচেয়ে পুরনো আবাসিক এলাকা। ঠিক কী কারণে ভবনটি ধসে পড়ল, তা এখনও নিশ্চিত নয়।

এই ঘটনার পরপরই সেখানে উদ্ধার অভিযান শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মীরা। দুই দিনের অভিযান শেষে মোট ১৪ জনের মৃতদেহ উদ্ধার হয় ভবনটির ধ্বংসস্তুপ থেকে।

জর্ডানের স্থানীয় সংবাদমাধ্যমসমূহের তথ্য অনুযায়ী, পুরোনো সেই ভবনটির সংস্কার কাজ চলছিল। ওই কাজ চলার সময়ে বৃহস্পতিবার আকস্মিকভাবে ধসে পড়ে পুরো ভবনটি।

ধসে পড়ার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে জর্ডানের আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে ভবনটির মালিকসহ সংস্কার কাজের সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ