করোনা মহামারির কারণে উচ্চ মাধ্যমিক পাস করে যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদেরকে বাড়তি ক্লাস করাতে বিশ্ববিদ্যালয়গুলোকে আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (১১ মার্চ) সকালে সাভারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ব্লেন্ডেড শিক্ষা মহাপরিকল্পনা চূড়ান্তকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডা. দীপু মনি বলেন, আমাদের এখন পুরোদমে ক্লাস শুরু হচ্ছে। আর আমরা পরিমাপ করে দেখছি যেখানে যতটুকু লার্নিং গ্যাপ হয়েছে, সেটুকু পুষিয়ে দেয়ার জন্য যারা আগের ক্লাস থেকে এখন নতুন ক্লাসে উঠেছে তাদের অতিরিক্ত ক্লাস করানো হবে।
শিক্ষা সচিব আবু বক্কর ছিদ্দীকের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিশ্ববিদ্যালয় উপাচার্যরা।