রাষ্ট্রের প্রধান উন্নয়ন তহবিল তছরুপের দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১২ বছর কারাবাসের সাজা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। কারাদণ্ডের পাশাপাশি তাকে ২১ কোটি রিংগিত (৪৪৭ কোটি ৭২ লাখ টাকা) জরিমানাও করেছেন সর্বোচ্চ আদালত।
এর আগে ২০২০ সালে মালয়েশিয়ার একটি নিম্ন আদালত অপরাধজনক বিশ্বাসভঙ্গ, ক্ষমতার অপব্যবহার ও মুদ্রাপাচারের অভিযোগে নাজিব রাজাককে এই সাজা দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী।
মঙ্গলবারের রায়ে শীর্ষ আদালত নাজিবের সেই আবেদন খারিজ করে দিয়ে নিম্ন আদালতের রায় বহাল রাখেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০৯ সালে দেশের প্রধানমন্ত্রী থাকার সময় মালয়েশিয়ার প্রধান উন্নয়ন তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ান এমডিবি) থেকে অবৈধভাবে ৪৫০ কোটি ডলার সরানোর অভিযোগ রয়েছে নাজিব রাজাকের বিরুদ্দে। তদন্তকারী কর্মকর্তারা সেই চুরি যাওয়ার টাকার একটি অংশ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তার পরিমাণও ১০০ কোটি ডলারের বেশি।
মামলার তদন্তে দেখা গেছে, যেসব ব্যাংক হিসাব থেকে এই ডলার উদ্ধার হয়েছে, সেসব হিসাব নাজিব রাজাকের সঙ্গে সরাসরি সম্পর্কিত।