ওয়ানডে সংস্করণে ফিরেই যেন নিজেদের খুঁজে পেয়েছে বাংলাদেশ দল। উইন্ডিজের বিপক্ষে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজে বিধ্বস্ত হয়ে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া টাইগাররা হিংস্র রূপ নিয়ে ফিরেছে পঞ্চাশ ওভারের ফরম্যাটে। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ম্যাচে জয় ৬ উইকেটের।
আজ বুধবার দ্বিতীয় ম্যাচে আগ্রাসন অব্যাহত রেখেছে অধিনায়ক তামিম ইকবালের দল। উইন্ডিজকে বেধে ফেলেছে ১০৮ রানেই। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিততে সফরকারীদের প্রয়োজন ১০৯ রান।
এদিন ঠিক যেন আগের ম্যাচে উইন্ডিজের ইনিংসের পুনরাবৃত্তি হলো। টস জিতে ফিল্ডিংয়ে নিয়ে বোলারদের অসাধারণ নৈপুণ্যে স্বাগতিকদের চেপে ধরে বাংলাদেশ। এরপর উইন্ডিজ একশর কোটা ছুঁয়েছে বটে, কিন্তু এগোতে পারেনি বেশি দূর। ৩৩ ওভারে ১০৮ রানেই উইন্ডিজকে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। নাসুম নেন ৩টি। এর ফলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিততে তামিমদের করতে হবে ১০৯ রান।