আগের দুই ম্যাচের মতো সিরিজের শেষ ম্যাচেও আধিপত্য দেখিয়ে শ্রীলঙ্কাকে হারাল ভারত। তবে এবারের হারটা রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছে লঙ্কানদের। ভারতের দেওয়া ৩৯১ রানের পাহাড়সহম লক্ষ্য তাড়া করতে গিয়ে দাসুন শানাকার দল অলআউট হয়েছে ৭৩ রানে। তাতে অনন্য এক রেকর্ডের মালিক হল ভারত।
থিরুভানান্থাপুরামে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রোববার শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়েছে ভারত। তাতে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার তিনশ রানের জয় দেখল বিশ্ব ক্রিকেট।