খেলা শেষের বাঁশি। সঙ্গে সঙ্গে উল্লাস স্টেডিয়াম জুড়ে। খেলোয়াড়রা একে অন্যকে জড়িয়ে ধরছেন। বাংলাদেশের পতাকা নিয়ে খেলোয়াড়েরা স্টেডিয়াম প্রদক্ষিণ করছেন। গ্যালারিতে থাকা দর্শকরাও চ্যাম্পিয়ন তুহিন তরফদারদের অভিবাদন জানাচ্ছেন। কর্মকর্তারাও করছেন উল্লাস। এক পর্যায়ে খেলোয়াড়েরা কর্মকর্তা মোজাম্মেলকে উপরে উঠিয়ে আনন্দ উদযাপন করেছেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশ আবারো চ্যাম্পিয়ন হয়েছে। আজ বিকেলে শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে কেনিয়াকে বাংলাদেশ ৩৪-৩১ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে। প্রথমার্ধে বাংলাদেশ ১৭-১৪ পয়েন্ট এগিয়ে ছিল। এর মধ্যে একটি লোনা ছিল।
গত আসরেও বাংলাদেশ কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। গত আসরের মতো এই আসরেও বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ইংল্যান্ডকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে এবং সেমিতে ইরাককে পরাজিত করে ফাইনালে কেনিয়ার মুখোমুখি হয়।