অনুশীলনে ঘাম ঝরালেন সাকিব

রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এরইমাঝে ফিটনেস ধরে রাখতে অনুশীলন নেমেছেন মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী ও জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান।

শুক্রবার সকালে মাগুরার আসাদুজ্জামান স্টেডিয়ামে অনুশীলনে নামেন তিনি। খুলনা থেকে আসা ট্রেইনার আসলাম অনুশীলন করান সাকিবকে।

জানা গেছে, আসন্ন বিপিএলে ঘিরে ফিটনেস ধরে রাখতেই অনুশীলন করেছেন এই টাইগার অলরাউন্ডার। গত ৬ নভেম্বর জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালে আঙুলে চোট পান তিনি, যদিও তা নিয়েই টাইগার অধিনায়ক পুরো ম্যাচ খেলেছিলেন। পরে আঙুলে চিড় ধরা পড়ে, যে কারণে ৪-৬ সপ্তাহের জন্য সাকিব ছিটকে পড়েন মাঠের বাইরে। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না দলে।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সাকিবসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ