সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল বিজ্ঞাপন প্রচারের তথ্য চেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
প্রচার হওয়া বিজ্ঞাপনের তথ্য চেয়ে বিটিআরসির পক্ষ থেকে আজ (বুধবার) মোবাইল অপারেটর কোম্পানিসহ সংশ্লিষ্টদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। কমিশনের উপ-পরিচালক নাহিদুল হাসান ওই চিঠিতে স্বাক্ষর করেন।
চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশে প্রচলিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে (গুগল, হোয়াটস অ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক, ইমো ইত্যাদি) বিভিন্ন ধরনের ডিজিটাল বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে আপনার প্রতিষ্ঠান থেকে গুগল, হোয়াটস অ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক, ইমো ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য কোনো ইন্টারনেটভিত্তিক ডিজিটাল মাধ্যমে ২০২১ সালে প্রদানকৃত (জানুয়ারি থেকে ডিসেম্বর) মাস ভিত্তিতে সকল ধরনের ডিজিটাল বিজ্ঞাপনের তথ্য প্রদান করতে হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক প্রদান করা এক্সেল শিটে (নির্ধারিত ছক) আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিশন বরাবর তথ্য প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হলো।