সিঙ্গাপুর যাচ্ছেন সোহান, সেখানেই হবে সিদ্ধান্ত

জিম্বাবুয়েতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়েন নুরুল হাসান সোহান। যে কারণে কুড়ি ওভারের ফরম্যাটের সঙ্গে ওয়ানডে সিরিজও শেষ হয়ে যায় তার। ফলে দেশে ফিরে আসেন সোহান। এবার উন্নত চিকিৎসার জন্য যাবেন সিঙ্গাপুরে। সেখানেই সিদ্ধান্ত হবে, সোহানের চোট আক্রান্ত আঙুলে অস্ত্রোপচার লাগবে কীনা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বললেন, ‘আমরা ইংল্যান্ডের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। কেউ অস্ত্রোপচারের পক্ষে আবার কেউ না। এজন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি।’

সোহানের বাঁ হাতের তর্জনী ভেঙে যাওয়ায় অন্তত তিন সপ্তাহের বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে। ভিসা পেলেই সিঙ্গাপুর উড়াল দেবেন সোহান। তার সঙ্গী হতে পারেন ডাক্তার দেবাশিষ। সিঙ্গাপুরের র‍্যাফেলস হাসপাতালে চিকিৎসক দেখানো হবে। এরপর বোঝা যাবে আঙুলের অবস্থা কোন পর্যায়ে।

সোহান বলেন, ‘ইনশাল্লাহ সিঙ্গাপুর যাব। এখনো ভিসা প্রসেসিংয়ের দিকে তাকিয়ে থাকতে হবে। অস্ত্রোপচার নাও লাগতে পারে, আশা করি এশিয়া কাপের আগে ঠিক হব।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ