ফিচার ৪৩ কেজি ওজনের ১৬ বল একসঙ্গে ধরে বিশ্বরেকর্ড

বিশ্বরেকর্ডসে নিজের নাম তুলতে কত কিছুই না করেন মানুষ। এর মধ্যে কিছু রেকর্ড আছে যা শুনলে মনে হতে পারে এমন কাজও করা যায়! ২০২১ সালের ১২ জুলাই চ্যাড নামের এক মার্কিন ব্যক্তি একসঙ্গে ১৬টি বল ধরে থাকার রেকর্ড করেছিলেন। সেই বলগুলোর মোট ওজন ছিল ৪৩.২ কেজি।

চ্যাড নামের ওই ব্যক্তির এই বিশ্বরেকর্ডের ভিডিও শেয়ার করেছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘বোলিং বল ব্যালেন্স, একসঙ্গে কটা বোলিং বল ধরতে পারবেন চ্যাড?’

একসঙ্গে ১৬টা ভারী বোলিং বল নিয়ে দাঁড়িয়ে বিশ্বরেকর্ড করেন মার্কিন নাগরিক চ্যাড। তার ভিডিওতে লাখ লাখ ভিউ ও শেয়ার হয় কয়েক ঘণ্টার মধ্যেই। চ্যাডের এই অসম্ভবকে সম্ভব করার প্রচেষ্টার প্রশংসাও করেছেন অনেকে।

আপাতদৃষ্টিতে এটি সহজ মনে হলেও মোটেও তা নয়। একটি বোলিং বলের ওজন ২.৭ কিলোগ্রাম থেকে শুরু হয়। ফলে মোট ওজন কত দাঁড়াচ্ছে বুঝতেই পারছেন।

সেই সঙ্গে এভাবে গোলাকার বলগুলো ধরে রাখতেও যে প্রচুর শক্তি ও ভারসাম্য প্রয়োজন। পায়ের উপর বলগুলো হাত ফসকে পড়লে কী হবে ভাবুন তো একবার!

এবারই প্রথম নয়, এর আগে ২০১৩ সালে ফ্লোরিডার গেইনসভিলে এক মিনিটে ১২টি টেনপিন বোলিং স্ট্রাইকের রেকর্ডও করেছেন চ্যাড।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ