সৌদি আরবে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই আরোহী নিহত

প্রশিক্ষণ মিশনের সময় সৌদি আরবে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা দুই সেনাই নিহত হয়েছেন। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রশিক্ষণ মিশনের সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার মো. জেনারেল তুর্কি আল-মালিকির বরাত দিয়ে আল অ্যারাবিয়া জানিয়েছে, ধাহরানের কিং আব্দুল আজিজ বিমানঘাঁটিতে একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় একটি এফ-১৫ যুদ্ধবিমানের দুর্ঘটনা ঘটে। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

আল অ্যারাবিয়া অনুসারে, জুলাই মাসে অনুরূপ একটি ঘটনায় খামিস মুশাইতে প্রশিক্ষণ মিশনের সময় একটি সৌদি এফ-১৫ বিধ্বস্ত হয় এবং জাহাজে থাকা ক্রুদের সবাই মারা যান।

এর আগে গত বছরের নভেম্বরে কারিগরি ত্রুটির কারণে কিং আব্দুল আজিজ বিমানঘাঁটির প্রশিক্ষণ এলাকায় আরেকটি এফ-১৫ বিধ্বস্ত হয়। সেবার দুই কর্মকর্তা তাদের ইজেক্টর আসন ব্যবহার করে বেঁচে যান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ