বার্সা সমর্থকদের সুখবর দিলেন মেসির বাবা

লিওনেল মেসির দলবদল আলোচনায় মুহূর্তেই বাঁকবদল হচ্ছে। দুই বছরের পিএসজি অধ্যায়ে ইতি টানার পর আর্জেন্টাইন বিশ্বকাপজয়ীর সম্ভাব্য গন্তব্য হিসেবে মূলত দুটি ক্লাবের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। প্রথমত পুরনো ক্লাব বার্সেলোনা এবং সাম্প্রতিক সময়ে বেশি উচ্চারিত হচ্ছে সৌদি আরবের ক্লাব আল হিলালের নাম। এছাড়া মেসিকে পাওয়ার দৌড়ে আছে মেজর সকার লিগের ইন্টার মিয়ামিও।

তবে মোটা অঙ্কের টাকার প্রস্তাব দিয়ে প্রতিদ্বন্দ্বী সবাইকে ছাড়িয়ে গেছে সৌদির ক্লাব। আর্জেন্টাইন মহাতারকার ভবিষ্যৎ গন্তব্য যে মরুর দেশটিতে হতে যাচ্ছে, এ যেন সময়ের অপেক্ষা কেবল। কদিন আগে সংবাদ মাধ্যম স্পোর্ত জানিয়েছিল, চুক্তির বিষয়ে আল হিলালের সঙ্গে সমঝোতায় পৌঁছে গেছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি।

নতুন খবর হচ্ছে, ফরাসি সংবাদ সংস্থা এএফপি দুটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তি পাকাপোক্ত করতে প্যারিসে পা রেখেছেন আল-হিলালের কর্মকর্তারা। শিগগিরই এ নিয়ে আসতে পারে ঘোষণা।

মেসির সৌদি যাত্রা নিয়ে যখন আলোচনা সরগরম, ঠিক সেই মুহূর্তে আবারো লাইমলাইটে বার্সেলোনা। দলবদল বিষয়ক ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানিও এক পোস্টে নিশ্চিত করেছেন, সম্প্রতি বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন মেসির বাবা হোর্হে মেসি। আর এরপরই মেসির বার্সায় ফেরা নিয়ে বলতে গেলে বড় আপডেট দিলেন তিনি। হোর্হে মেসি জানিয়েছেন, ‘লিও (মেসি) বার্সায় ফিরতে চায় এবং আমি নিজেও তাকে সেখানে দেখতে পছন্দ করবো।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ