‘দেশেই হবে বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্প’

ভারতের মাটিতে চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ বিশ্বকাপ ট্রেনিং ক্যাম্প করবে। এ নিয়ে আগে বলা হয়েছিল বিশ্বকাপের ক্যাম্প দেশের বাইরে করবে তামিম ইকবালের দল। ওই তালিকার প্রথমে ছিল ভারতের বেঙ্গালুরু। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে নয়, বাংলাদেশেই বিশ্বকাপের ক্যাম্প হবে বলে মন্তব্য করেছেন জালাল ইউনুস।

আজ (১১ মে) ইংল্যান্ড থেকে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় তিনি বলেন, ‘প্রথমে আমরা দুই সপ্তাহের মতো ভারতের কোনো উপযুক্ত স্থানে ট্রেনিং ক্যাম্প করতে চেয়েছিলাম। সেটাও এশিয়া কাপের আগে করতে হত। কারণ এশিয়া কাপের পরে আর সুযোগ ছিল না। সেজন্য আমরা চেয়েছিলাম যে ট্রেনিং ক্যাম্প বা যাই করি না কেন, তা এশিয়া কাপের আগেই করতে।’

dhakapostভারতে ট্রেনিং না করার কারণ সম্পর্কে জালাল ইসনুস বলেন, ‘এখন দেখা যাচ্ছে যে এত আগে ভারতে গেলে তারাও আমাদের ভেন্যু নিশ্চিত করতে পারছে না। তাদের কাছ থেকে সাড়া পাচ্ছিনা, ওরা আমাদের ভেন্যু নিশ্চিত করতে পারছে না। এখন আইপিএল চলছে পরে বিশ্বকাপের ভেন্যু প্রস্তুত করার কাজে ব্যস্ত হয়ে পড়বে। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এত অনিশ্চিয়তার মধ্যে না থেকে আমরা দেশেই ক্যাম্প করব। কোথায় ক্যাম্প করব, সেটা এখনো নিশ্চিত নয়। যেখানে বৃষ্টি কম হবে সেখানেই করতে পারি। এ ব্যাপারে কোচ বা টিম ম্যানেজমেন্ট আলোচনা করছে।’

তিনি আরও বলেন, ‘মাঝে প্রায় এক মাসের মতো সময় হাতে আছে। ট্রেনিং ক্যাম্প ভাগ ভাগ করে করা হবে। সবমিলিয়ে আমরা যখন ভালো সময় পাব, তখন এসব কাজ হবে।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ