ঈদের দিন ঘুরতে বের হয়ে নিখোঁজ, তিস্তায় মিলল মরদেহ

রংপুরের কাউনিয়ায় তিস্তা নদী থেকে আব্দুর রহিম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্চরভাঙ্গা তিস্তা সড়ক সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহিম লালমনিরহাট সদরের তিস্তা আফজালনগর গ্রামের নূরুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম বাকপ্রতিবন্ধী। তিনি ঈদের দিন দুপুরে বাড়ি থেকে বের হয়ে তিস্তা ব্রিজ এলাকায় বেড়াতে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন তার সন্ধানে মাইকিং করে। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।

সোমবার দুপুর সোয়া ২টার দিকে তিস্তা সড়ক সেতু এলাকায় পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ তিস্তা সড়ক সেতুর নিচ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

নিহতের মামা অবির উদ্দিন বলেন, রহিম পরিবারের লোকজনের সঙ্গে ঈদের নামাজ পড়ে। এরপর বাড়ি থেকে বের হয়ে তিস্তা সড়ক সেতু লালমনিরহাট প্রান্তে এসে নিখোঁজ হয়। সোমবার দুপুরে তিস্তা নদীতে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি এটি রহিমের মরদেহ। রহিম বাকপ্রতিবন্ধী, তার কথা বলতে একটু সমস্যা হয়।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ