:: ইবি প্রতিনিধি ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ক্যারাম ও লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শাখা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার (৭ মার্চ) প্রতিযোগিতার কোয়ার্টার ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
এরপর বুধবার (৮ মার্চ) বিকাল ৪ ঘটিকায় প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে উপস্থিত থেকে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি ও রাকিবুল ইসলাম। এছড়া শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।