ভারতে ২৯ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ

২০২৩ সালের জানুয়ারি মাসে ভারতে ২৯ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ। বুধবার (১ মার্চ) মাসিক রিপোর্টে এই তথ্য দিয়েছে তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিযোগ এবং ইরফরমেশন টেকনোলজি আইন ২০২১ অনুসারে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংস্থাটি তাদের মাসিক প্রতিবেদনে বলেছে, ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে ২৯ লাখ ১৮ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এর মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১০ লাখ ৩৮ হাজার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

এ বিষয়ে হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র বলেছেন, হোয়াটসঅ্যাপ অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপ্টেড মেসেজিং পরিষেবাগুলোর মধ্যে অপব্যবহার প্রতিরোধে সবার চেয়ে এগিয়ে। কয়েক বছর ধরে আমরা আমাদের প্ল্যাটফর্মে আমাদের ব্যবহারকারীদের নিরাপদ রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি, বিশেষজ্ঞদের ক্ষেত্রে বিনিয়োগ বাড়াচ্ছি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ