সাকিবের সঙ্গে দ্বন্দ্ব অস্বীকার, যা বললেন তামিম

প্রায় একই সময়ে জাতীয় দলে এসেছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এরপর থেকেই দুজনের বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো। মাঠের বাইরে গলায় গলায় ভাব আর ময়দানে ছিল পারফরম্যান্সে একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। তবে সেদিন ফুরিয়েছে। অনেকদিন ধরেই গুঞ্জন দুজনের সম্পর্কে ভাটা পড়েছে। একই মঞ্চে দাঁড়ালে কেউ কারও ছায়া মাড়ান না। সেই গুঞ্জনে নতুন প্রলেপ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবার সে দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন তামিম।

রোববার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে মিরপুরে সংবাদ সম্মলনে আসেন তামিম। কথা বলেছেন ইংল্যান্ড সিরিজ নিয়ে। সাকিবের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি।’

তামিম বলছেন, ‘আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো- আমি ও সাকিব যখন জাতীয় দলের জার্সি পড়ে নেমে আমি আমার সেরাটা দিই। আর সাকিব নিজের সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি, তখন পরামর্শ চাইলেই সে সাড়া দেয়। আবার তার অধিনায়কত্বেও আমিও প্রয়োজনীয় পরামর্শ দিতে প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই।’

প্রসঙ্গত, বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্বে তামিম এবং সাদা পোশাকে অধিনায়কের গুরুভার সামলান সাকিব আল হাসান। মাঠের বাইরে সম্পর্ক যেমনই হোক, মাঠে দুজনের আচরণে বিরূপ আচরণ পড়তে দেখেননি টাইগার ভক্তরা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ