পটুয়াখালীতে বাস খাদে পরে আহত ২০

:: পটুয়াখালী প্রতিনিধি ::

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে রোহান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস খাদে পরে ২০ জন গুরুত্বর আহত হয়েছে।

মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারী) আনুমানিক ভোর ৩ টা ৩০মিনিটে বসাক বাজার সংলগ্ন ধলুগাজীর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহত বাসযাত্রী ও স্থাণীয়রা জানিয়েছেন, বাসটি চট্রগ্রাম থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাস চালকের চোখে ঘুম থাকায় ধলুগাজীর মোড়ে এসে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি খাঁদে পরে যায়।

বাসটিতে মোট ৪১ জন যাত্রী ছিলো। এর মধ্যে নারী পুরুষ সহ অন্তত ২০ জনের বেশি গুরুতর আহত হয়েছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেছেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর তাদের চিকিৎসা চলছে।

অলি নামে একজন স্থানীয় বলেন,এ নিয়ে বসাক বাজার এর ধলু গাজির মোড়ে দূর্ঘটনা সবার শীর্ষে।কিছু দিন পর পর এখানে দূর্ঘটনা হবেই।
কয়দিন আগেই তো বাস এই যায়গায় একই ভাবে খাদে পরছিলো।

সাকিব নামে এক যুবক বলেন,এর আগে অনেক বার একই ঘটনা হইছিলো তারপর লাল পতাকা টানানো ছিলো কিছু দিন। এখানে বাঁশের ঝাড় ছিলো কিছু দিন পর পর দূর্ঘটনার কারণে বাঁশের ঝাড় শেষ।

প্রশাসকের টনক নড়বে কবে এ বলেন তিনি আরো বলেন,এগুলো কি সরকারের চোখে পড়ে না।আর কতো দূর্ঘটা দেখতে চান এখানে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ