হামজাকে নিয়ে বাফুফে যা বলছে

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে আলোচনার বিষয় হামজা চৌধুরি। বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার গণমাধ্যমে ও ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। মঙ্গলবার জাতীয় দল কমিটির সভায় এই বিষয়ে আলোচনা হয়েছে।

জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এ প্রসঙ্গে বলেন,‌ ‘হামজা চৌধুরি আমাদের গর্ব। তিনি ইংল্যান্ডের একটি শীর্ষ ক্লাবে খেলছেন। তিনি একটি সাক্ষাৎকারে বাংলাদেশে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। সেখানে একটু খেয়াল করলে দেখা যাবে, আরও দুই বছর তিনি ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করবেন, এরপর বাংলাদেশের হয়ে খেলার কথা বলেছেন।’

আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকারের পর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও তিনি তার আগ্রহের কথা প্রকাশ করেছেন। আগামী মাসে তার বাংলাদেশে আসারও সম্ভাবনা রয়েছে। জাতীয় দল কমিটির চেয়ারম্যান এ নিয়ে বলেন,‌ ‘এর আগেও আমরা তার ক্লাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। সাম্প্রতিক সময়েও করেছি। বিগত সময় তেমন উত্তর না পেলেও এবার একটি উত্তর পাওয়া গেছে। তবে সেই উত্তরও বেশ গতানুগতিক। তারা বলেছে, আমাদের চিঠি তারা পেয়েছে বিষয়টি নিয়ে পরে জানাবে। তিনি খেলতে চাইলে আমরা অবশ্যই স্বাগত জানাব।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালের বিপক্ষে হারের পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ফুটবলারদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে জাতীয় দল কমিটির কাছে ফুটবলারদের কমিটমেন্টের বিষয়টি সেভাবে ধরা পড়েনি,‌ ‘বাংলাদেশের জার্সি পড়ে ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল যারাই খেলেন, সবাই দেশের জন্যই খেলে। আমাদের এই ফুটবলাররা নেপালের বিপক্ষে যেমন হেরেছে এই ফুটবলাররাই কিন্তু আবার কম্বোডিয়ার বিপক্ষে কম্বোডিয়ার মাটিতে জিতেছে।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ