স্ত্রী-সন্তানদের নিয়ে ওমরাহতে মাশরাফি

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এখন অবস্থান করছেন মক্কা নগরীতে। নিজের পরিবারকে সঙ্গে পবিত্র ওমরাহ পালন করছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়িক।

আজ মাশরাফির সহধর্মিণী সুমনা হক সুমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। সুমি তার ফেসবুক প্রোফাইলে পরিবারের ওমরাহ পালনের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আলাহামদুলিল্লাহ’।

এর আগে গত সোমবার ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে উড়াল দিয়েছিলেন মাশরাফি। আজকের ছবিতে দেখা যায় মাশরাফির সাথে তার স্ত্রী-ছেলে এবং মেয়েও রয়েছে। একই ছবিতে মাশরাফির বন্ধু আসিফ রেজাও আছেন। হজ পালন শেষে কবে নাগাদ দেশে ফিরবেন সেটা এখনও নিশ্চিত করে জানা যায়নি।

এদিকে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) মাশরাফি খেলছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। আসরে ১৬ উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন এই অভিজ্ঞ পেসার। একই সঙ্গে তার দলও ফর্মে আছে। মাশরাফির নেতৃত্বাধীন রূপগঞ্জ নিশ্চিত করেছে সুপার লিগ।

ঈদের পর আগামী পহেলা মে মাঠে গড়াবে সুপার লিগের খেলা। তার আগেই অবশ্য মাশরাফির দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ