সুস্মিতা সেনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আইপিএল প্রতিষ্ঠাতা!

হঠাৎ করেই আলোচনায় আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি। টুইটারে ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে প্রেমের ঘোষণা দিয়ে নেটপাড়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি।

শুরুর টুইটটা বেশ রহস্যঘনই ছিল। সেখানে তিনি দুজনের একান্ত সময়ের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, ‘পরিবারের সঙ্গে মালদ্বীপ এবং সার্ডিনিয়ায় ঘুরে লন্ডনে এলাম। আমার বেটার হাফ সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু। মনে হচ্ছে যেন চাঁদে উঠে গিয়েছি।’

সেই টুইটের ‘বেটার হাফ’ কথাটাই যত গুঞ্জনের জন্ম দিয়েছে। নেটপাড়ায় তখন আলোচনা, বিয়েটাও কি সেরে ফেলেছেন দুজনে?

তবে একটু পর আরেক টুইটেই সে গুঞ্জন উড়িয়ে দিলেন ললিত। না, বিয়ে করেননি। তবে শিগগিরই হয়ে যাবে সেটাও। আইপিএলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত লেখেন, ‘নতুন জীবন শুরু, তবে বিয়ে নয়, শুধু প্রেমই করছি আমরা। তবে সেটাও (বিয়ে) হবে একদিন।’

আইপিএলের দুই মৌসুম পরই টাকা নয়ছয় করার অভিযোগ ওঠে ললিতের বিরুদ্ধে। সেই তদন্ত যখন চলছে, ২০১০ সালে তখনই ভারত ছাড়েন ললিত। এরপর থেকেই তিনি থিতু হয়েছেন লন্ডনে।

ললিত মোদির পরিচিতির চেয়েও ঢের বেশি জনপ্রিয়তা সুস্মিতার৷ ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর খেতাব জেতেন সুস্মিতা সেন। দুই বছর পর, ১৯৯৬ সালে ‘দস্তক’ দিয়ে সিনেমার জগতে আগমন ঘটে তার৷ এরপর ‘বিবি নম্বর ওয়ান’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’, ‘ম্যায় হু না’-র মতো ছবিতে অভিনয় করেন তিনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ