সিংগাইরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু ,হাসপাতাল ঘেরাও ও ভাংচুর

মানিকগঞ্জের সিংগাইরে ডাক্তারের ভুল চিকিৎসায় আমিনুর রহমান টিপু (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার জের ধরে স্থানীয় বাসিন্দার হাসপাতাল ভাংচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার (২৯ মে) রাত ৯টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের চৌরাস্তা মোড় এলাকায় জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। হাসপাতালে মৃত্যু হওয়া রোগী আমিনুর রহমান টিপু ওই এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে ও ২ সন্তানের জনক।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকে চারিগ্রাম চৌরাস্তায় তালের সাস বিক্রি করছিলেন টিপু। রাত সাড়ে ৮টার দিকে বুকে ব্যথা অনুভব হলে পাশেই চারিগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হয়। ওই হাসপাতালের ডাক্তার আবুল কালাম আজাদ পরীক্ষা-নিরিক্ষা শেষে তাকে গ্যাসের ইনজেকশন পুশ করেন। এরপর টিপুর মৃত্যু হয়। বিষয়টি বেগতিক দেখে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। স্বজনরা দ্রুত সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সুযোগে চারিগ্রাম জেনারেল হাসপাতালের মালিকপক্ষসহ ডাক্তার,নার্স তালা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এদিকে টিপুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১০ টার দিকে উত্তেজিত জনতা হাসপাতাল ঘেরাও সহ ভাংচুর চালায়। খবর পেয়ে রাত ১১ টার দিকে সিংগাইর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। হাসপাতাল তালাবদ্ধ থাকায় কৃর্তপক্ষের কারও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ