চলতি সপ্তাহে সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। পদ ও প্রতিষ্ঠান অনুসারে নিয়োগ প্রক্রিয়া ভিন্ন। কোন কোন প্রতিষ্ঠান নিয়োগ দেবে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে। আবার কোন কোন প্রতিষ্ঠান নিয়োগ দেয় শুধু মাত্র মৌখিক পরীক্ষার ভিত্তিতে। ভিন্নতা থাকে আবেদন প্রক্রিয়াতেও। কোথাও করতে হয় অনলাইনে, কোথায় ডাকযোগে বা সরাসরি।
এক্ষেত্রে কিছুটা ভুল হলে চাকরি তো হয়ই না। উল্টো জলে যায় আবেদন ফি। সে জন্যই ‘এক নজরে সপ্তাহের সেরা চাকরি’-
অভিজ্ঞতা ছাড়াই গ্রামীণ ব্যাংকে চাকরি, বেতন স্কেল ২২০০০
গ্রামীণ ব্যাংক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে আগ্রহী থাকতে হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
অভিজ্ঞতা ছাড়াই পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, বেতন ৪৩৫০০
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এইচএসসি পাসে ইজিসিবিতে চাকরি, মূল বেতন ২৩০০০
ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বুরো বাংলাদেশে চাকরির সুযোগ, মাসে পাবেন ৬০ হাজার
বেসরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন জেলা ও প্রধান কার্যালয়ে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।