সাকিব-রিয়াদদের অধিনায়ক ইমরুল কায়েস

চলতি মাসেই (১৫ মার্চ) মাঠে গড়াতে যাচ্ছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর। যেখানে খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের তারকা ক্রিকেটারদেরও। টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান খেলবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। দলটিতে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও।

তবে সাকিব-রিয়াদ থাকতেও শেষ পর্যন্ত মোহামেডানের অধিনায়কের দায়িত্ব পালন করবেন ঘরোয়া ক্রিকেটের সফল অধিনায়ক ইমরুল কায়েস।

সবশেষ বিপিএলের শিরোপাও ইমরুলের নেতৃত্বে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যদিও চলতি মাস বা তার পরবর্তী সময়ে জাতীয় দলের ব্যস্ততা বেশি থাকায় সাকিব কিংবা রিয়াদের মতো ক্রিকেটারদের ডিপিএলে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

সেসব চিন্তাভাবনা করেই মোহামেডানের দায়িত্ব পেয়েছেন ইমরুল। সাকিব-রিয়াদ ছাড়াও এবারের আসরে মোহামেডানের হয়ে খেলবেন সৌম্য সরকার, রনি তালুকদার কিংবা মোহাম্মদ আশরাফুলের মতো তারকা ক্রিকেটাররা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ