‘শেখ হাসিনার কর্মীরাই সবার আগে মানুষের পাশে দাঁড়ান’

যেকোনো বিপদে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কর্মীরাই সবার আগে মানুষের পাশে দাঁড়ান— মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার হালিশহর থানা ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে এক হাজার মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে রয়েছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছেন। করোনার সময়েও মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। যেকোনো বিপদে শেখ হাসিনার কর্মীরাই সবার আগে মানুষের পাশে দাঁড়ান।

উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বঙ্গবন্ধুকন্যার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। তিনি যেন এই দেশের কল্যাণ সাধনে এবং জনগণের ভাগ্য উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে পারেন।

পরে তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে আগত পরিবারের মাঝে ইফতার ও সেহেরির খাদ্য সামগ্রী তুলে দেন।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম সামদানী জনির সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি প্রমুখ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ