অস্ট্রেলিয়ার পেশাদার নারী বক্সার এবানি ব্রিজ। একটি নির্দিষ্ট সংখ্যার প্রতি অতিরিক্ত আগ্রহের কারণে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন এই বক্সার।
ব্যান্টম বিভাগে দুইবারের জাতীয় চ্যাম্পিয়ন ব্রিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ অবস্থান গড়ে নিয়েছেন। টুইটারে তার প্রায় ১ লাখ ৪৩ হাজারের মতো অনুসারী আছে, তবে তিনি অনুসরণ করেন মোটে ‘৬৯’ জনকে।
এই ৬৯ জনের বেশিরভাগই পুরুষ। তাদের নিয়ে ব্রিজ গড়ে তুলেছেন ‘ক্লাব ৬৯’। তাদের সঙ্গে নিয়মিত ভার্চুয়ালি আলাপ হয় এই বক্সারের, আলাপের বড় অংশ জুড়েই থাকে রগরগে কথাবার্তা।
সম্প্রতি ব্রিজের সেই ক্লাব ৬৯ এ যোগ দিয়েছেন ব্রিটিশ-অস্ট্রেলীয় মডেল উইল পারফিট। এরপর থেকেই দুজনের মধ্যে গড়ে উঠেছে উদ্দাম সম্পর্ক। ব্যক্তিগত ছবি আদান-প্রদান থেকে শুরু করে রগরগে কথোপকথনে বুঁদ হয়ে আছেন তারা। ব্রিজ এবং উইলের রগরগে আলাপই এখন অস্ট্রেলিয়ায় আলোচনার কেন্দ্রে।
সবশেষে ‘৬৯’ সংখ্যার প্রতি ব্রিজের আকর্ষণের রহস্যটাও ফাঁস করা যাক, মূলত যৌন সম্পর্কের বিশেষ ভঙ্গি ‘৬৯’ এর প্রতি ভালোলাগা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ৬৯ প্রীতি ৩৫ বছর বয়সী লাস্যময়ী এই বক্সারের।