মেক্সিকোর হলিডে পার্টিতে গুলি, নিহত ১২

উত্তর আমেরিকার দেশ মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের একটি হলিডে পার্টিতে সন্ত্রাসীদের গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু আহত হয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

মেক্সিকান কর্তৃপক্ষের রয়টার্স জানায়, রোববার সালভাটিয়েরা শহরে হলিডে পার্টিতে হামলা চালায় সন্ত্রাসীরা। পার্টিটি বড়দিনের আগ পর্যন্ত অনুষ্ঠিত হয়। সন্ত্রাসীরা ভোরবেলায় সেখানে হামলা করে। এতে ১২ জন নিহত হয়। গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল অফিস এক্স-এ (সাবেক টুইটার) সন্ত্রাসীদের গুলিতে ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে।

উল্লেখ্য, তেল বিশুদ্ধকরণ শিল্পের জন্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশটি খুবই বিখ্যাত। কিন্তু মাদক কারবারিদের দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংসতাপ্রবণ প্রদেশগুলোর একটি হয়ে উঠেছে। ২০০৬ সালের ডিসেম্বরে দেশটির সরকার মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখের বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ