‘মি. ডিপেন্ডেবল’ মুশফিককে অনেক মিস করবে বাংলাদেশ

মুশফিকুর রহিম আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আজ। তার এমন বিদায় তার সতীর্থদের ব্যথিত করেছে বৈকি! অবসরের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সতীর্থদের একেকটি বার্তায় এমনটাই বুঝিয়ে দিচ্ছে।

শেষ কিছু দিন ধরেই ফর্মটা পক্ষে ছিল না মুশফিকুর রহিমের। সবশেষ ফিফটিটাও ছিল সেই এক বছর আগে। এর আগে পঞ্চাশোর্ধ্ব ইনিংস ছিল তার সেই ২০১৯ সালে। সঙ্গে ছিল তার ফিল্ডিং আর কিপিং নিয়েও প্রশ্ন। ফলে টি-টোয়েন্টি দলেই তার জায়গা নড়বড়ে ছিল বেশ। অবশেষে তিনি আজ অবসরের ঘোষণা দিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পাতায় অবসরের ঘোষণা দিয়ে মুশফিক লিখেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরনা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো।’

এভাবে তার টি-টোয়েন্টি থেকে বিদায় ব্যথিত করেছে সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদকে। তিনি ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শোনার পর আমার হৃদয় ভেঙে গেছে। টি-টোয়েন্টিতে তোমার যা অর্জন ও যেমন ক্যারিয়ার গড়েছ তুমি, সেজন্য তোমাকে সাধুবাদ জানাই। তোমার সঙ্গে টি-টোয়েন্টিতে খেলতে পারা ছিল আনন্দদায়ক। তোমার কাজের নীতি যে কোনো ফরম্যাটে সবসময় সবার জন্য অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে।’

মুশফিক তার খেলোয়াড়ি জীবনে অনুপ্রেরণা যুগিয়েছেন অনেককেই। উইকেটরক্ষক নুরুল হাসান তাদেরই একজন। তিনি লিখেছেন, ‘মাঠে ও মাঠের বাইরে আপনি সবসময় আমাদের অনুপ্রেরণা যুগিয়েছেন। টি-টোয়েন্টি থেকে অবসরটা সুখের হোক মুশফিকুর রহিম ভাই। অনাগত দিনগুলোর জন্য রইলো শুভ কামনা।’

ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাট থেকে সাবেক বাংলাদেশ অধিনায়কের বিদায়ের ক্ষণে শুভকামনা জানিয়েছেন অলরাউন্ডার আফিফ হোসেন। লিখেছেন, ‘আশা করছি আপনার ভবিষ্যৎ যাত্রাটা আরও সাফল্যমণ্ডিত হবে।’

বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ, মিস্টার ডিপেন্ডেবল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, কিন্তু এটাও সত্য আপনাকে বাংলাদেশ মিস করবে।’ পেসার তাসকিন আহমেদ লিখলেন, ‘টি-টোয়েন্টির কিংবদন্তি মুশফিকুর রহিম, আপনাকে ধন্যবাদ।’

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পদার্পণ করেন মুশফিক। টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম ক্যারিয়ারের ইতি টানার আগে ১৬ বছরে ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি, রান করেছেন ১,৫০০।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ