মালদ্বীপে পার্লামেন্টের ভেতরে মারামারি করলেন এমপিরা

সব কিছুর সীমা যেন অতিক্রম করে ফেলেছে মালদ্বীপের পার্লামেন্টের সদস্যগণ। পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন মালদ্বীপের ক্ষমতাসীন জোট ও বিরোধী দলীয় এমপিরা। এমন ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।

মালদ্বীপের সংবাদমাধ্যম আধাদু ও সান অনলাইন ওই ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে।

রোববার (২৮ জানুয়ারি) প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জোর মন্ত্রীসভার সদস্যদের অনুমোদন দিতে ডাকা সংসদের বিশেষ অধিবেশনে এ ঘটনা ঘটে বলে মালদ্বীপের সংবাদমাধ্যম দুটির প্রতিবেদনে জানানো হয়েছে।

আধাদু জানিয়েছে, নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান বিরোধী দলের এমপিরা। এ সময় বিরোধী দলের এমপিদের চেম্বারে প্রবেশের বাধা দেন সরকারি দলের এমপিরা। এরপরই দুই দলের এমপিদের মধ্যে মারামারি ও চুল টানাটানি শুরু হয়।

এ ঘটনার পর প্রেসিডেন্ট মুইজ্জোর জোট একটি বিবৃতিতে স্পিকারের পদত্যাগের দাবি করেছেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিরোধী দলের এমপি ইসাকে বাধা দিচ্ছেন সরকারি জোটের এমপি আব্দুল্লাহ শাহীম। ওই সময় আব্দুল্লাহর চুল ধরে টানাটানি করে তাকে লাথি মারেন ইসা। এছাড়াও স্পিকারের কানের কাছে জোরে জোরে বাঁশি বাজাতে দেখা গেছে এমপি আব্দুল্লাহ শাহীমকে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ