বিজয় দিবস উপলক্ষে আওয়ামীলীগ আয়োজিত বিজয় র্যালি সফল করতে রাজধানীর রমনায় নেতাকর্মীদের ঢল নেমেছে। নানা রঙের ব্যানার এবং ফেস্টুন সহকারে ঢাকা এবং এর আশপাশের এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নির্ধারিত সময়ের অনেক আগে থেকে আসতে শুরু করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশনের সামনে।
নেতাকর্মীদের চাঙ্গা রাখতে দুপুর ১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এসময় কণ্ঠশিল্পী আলম আরা মিনুসহ দেশের নাম করা শিল্পীরা গান পরিবেশ করছেন। এসময় ঢাকা-১০ আসনের নৌকার মাঝি নায়ক ফেরদৌস আহমেদসহ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
বিজয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা অংশ নেবেন।