ভারতে পাচারকালে ৮০ লাখ টাকার স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

ভারতে পাচারকালে কোমরের বেল্টের ভেতর থেকে ৮০ লাখ টাকার স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। একই সঙ্গে বহনকারী যাত্রী সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) যশোরের বেনাপোল চেক পোস্ট থেকে স্বর্ণ পাচারকালে তাকে গ্রেপ্তার করা হয়। শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, বাংলাদেশ থেকে ভারতে সুকৌশলে স্বর্ণবার পাচার করা হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরীসহ একটি গোয়েন্দা দল বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট অবস্থান নেয়। যাত্রী সিদ্দিকুর রহমান কাস্টমস এরিয়া পার হয়ে ইমিগ্রেশন কার্যক্রম শেষে ভারেত প্রবেশের সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে বহনকরা স্বর্ণের বারের কথা অস্বীকার করেন তিনি। তবে তার আচরণ সন্দেহজনক হওয়ায় তল্লাশি করে কোমরের বেল্টের সঙ্গে সেলাই করা কালো রঙের আলাদা কাপড় থেকে ৯টি স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন ১ কেজি ৪৪ গ্রাম। জব্দকরা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা।

গ্রেপ্তার ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ